খেলাধুলা
বেনজেমা জানালেন তিনি খেলবেন না!
সব গুঞ্জন উড়িয়ে দিলেন করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড সোজাসাপ্টা জানিয়েছেন দিয়েছেন, আগামীকাল আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে খেলবেন না তিনি।
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে দল থেকে ছিটকে যান বেনজেমা। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় তাকে রিয়াল মাদ্রিদে ফেরত পাঠায় ফ্রান্স টিম ম্যানেজমেন্ট। সেখানে ফিট হয়ে কয়েকদিন আগে অনুশীলনে ফিরেছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
তখন থেকেই জোর গুঞ্জন উঠে, লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালে অভিজ্ঞ তারকাকে পেতে চলেছে ফ্রান্স। বিষয়টি নিয়ে রহস্য বাড়ান দিদিয়ের দেশমও। বেনজেমার প্রসঙ্গ উঠতেই ফরাসি কোচ বলেছিলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না।’
গুঞ্জনের ডালপালা অনেকটা বিস্তৃত হওয়ার পর মুখ খুললেন বেনজেমা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে রিয়াল ফরোয়ার্ড লিখেছেন, ‘(বিশ্বকাপে ফিরতে) আমি আগ্রহী নই।’