সারাদেশ

বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে সম্মাননা জানালেন ডিসি

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে সম্মাননা জানিয়েছেন বরিশালে সদ্য যোগদান করা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি ও পোশাক দেয়ার মাধ্যমে সম্মাননা জানানো হয়।

ডিসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, নগরীর পাঁচজন এবং সদর উপজেলার পাঁচজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সম্মাননা জানানো হয়েছে।

Back to top button