হবিগঞ্জ

বানিয়াচংয়ে নগদ অর্থসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জমাধী ও নগদ অর্থসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো- বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের অন্তর্গত গুনই গ্রামের মৃত আ. বারিকের পুত্র ছোবাহান মিয়া (৫৫), মৃত আব্দুল হালিমের পুত্র সিরাজ মিয়া (৫০), মৃত আ. ছোবাহানের পুত্র ইকবাল হোসেন (৩৫), রাজা মিয়ার পুত্র সফর উদ্দিন (৪০), মৃত তারেক আলীর পুত্র ফারুক মিয়া (৪২)।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ১০টায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এএসআই রিমন ঘোষ সংগীয় ফোর্সের সহায়তায় গুনই গ্রামে অভিযান পরিচালনা করে আসামি ইকবাল হোসেনের বসতঘরে জুয়া খেলারত অবস্থায় নগদ ৭হাজার ৪০টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুপূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, জুয়া, চুরি, ডাকাতি নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

Back to top button