খেলাধুলা

ফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে দুঃসংবাদ, বাড়ছে মেসির খেলা নিয়ে শঙ্কা

এবার আর্জেন্টাইন শিবিরে রীতিমতো দুঃসংবাদ। চলতি কাতার বিশ্বকাপের ফাইনাল আগামী রবিবার ১৮ ডিসেম্বর। তার আগে ইনজুরিতে দলের সেরা তারকা। লিওনেল মেসির চোট ভাবিয়ে তুলেছে টিম ম্যানেজম্যান্টকে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে হাতে সময় মাত্র ২ দিন। তার আগে কীনা অনুশীলন করা হলো না আর্জেন্টাইন অধিনায়কের। গত ১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপ ট্রফি জেতার পথে আর্জেন্টিনা।

তবে শেষ লড়াইয়ে জিতলেই কেবল মিলবে সেই সোনার ট্রফি। যেখানে হারাতেই হবে ফ্রান্সকে। সেই লড়াইয়ে দলের প্রাণ ভোমরা মেসি। তাকে কি ফাইনালে কি পুরো ফিট পাওয়া যাবে? ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৩-০ গোলে জেতা ম্যাচের শেষ দিকে মেসি পায়ে চোট পান। এনিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য তখন জানান, মেসির হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মেসিকে ছাড়াই আর্জেন্টিনা দল ফাইনালের অনুশীলন শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার স্কালোনির দলের অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যম উপস্থিত থাকতে পেরেছে। তখন অনুশীলনে মেসিকে না দেখা যায়নি। তারপরই খবর ছড়ায় হ্যামস্ট্রিংয়ের চোটে অনুশীলনে নেই দলটির সেরা তারকা। গণমাধ্যমের খবর- হ্যামস্ট্রিংয়ে হালকা সমস্যা রয়েছে আর্জেন্টাইন ক্যাপ্টেনের। সেটি সামাল দিতেই বিশ্রামে তিনি।

জানা গেছে, ৪৮ ঘণ্টার মধ্যে চোটের অবনতি না হলে অর্ধেক ফিটনেস নিয়েও হলেও মেসি খেলবেন ফ্রান্সের বিপক্ষে ফাইনালে।এজন্য জিম করেছেন তিনি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ এটি তার। এমন কী আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচও। অধরা ট্রফি জেতার জন্য প্রাণ বাজি রাখতেও যেন রাজি মেসি!

এদিকে মেসির এই দুঃসংবাদের সঙ্গে সুখবর আনহেল দি মারিয়া ইনজুরি কাটিয়ে পুরো ফিট। অনুশীলনে নেমে পড়েছেন আক্রমণভাগের এই ফুটবলার। তবে চোট সারেনি মিডফিল্ডার পাপু গোমেজের। আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফরাসিরা টানা দ্বিতীয় ট্রফির অপেক্ষায়। অন্যদিকে ৩৬ বছর পর শিরোপার সুবাস পাচ্ছে আর্জেন্টিনা।

Back to top button