বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে বিজয় দিবস পালিত

জুবায়ের আহমদঃ

এক নদী রক্ত পেরিয়ে
বংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না………

মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে
সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা
সে গানের মহিমা কোন দিন ম্লান হবে না………..”

৫১ বছরে পা রাখলো বাংলাদেশ। ১৯৭১ সালে নয় মাস যুদ্ধ করে সেদিনের ১৬ ডিসেম্বর বাংলাদেশ পেয়েছিল তাদের কাঙ্খিত বিজয়। এই বিজয়ের জন্য সেই নয় মাসে ৩০ লক্ষ শহিদ হয়েছিলেন, সম্ভ্রম হারিয়েছিলেন ২ লক্ষ মা বোন। এই বিজয়ের জন্য ১৯৭১ সালে হাতের মেহেদী রঙ যাওয়ার আগেই অনেকেই হয়েছিলেন বিধবা, অনেক মা হারিয়েছেন তার ছেলে, অনেক বোন হারিয়েছেন তার ভাই, অনেক অভাগী হারিয়েছে তার স্বতিত্ব। তারপরই বিশ্বের দরবারে লাল সবুজের পতাকা নিয়ে বাংলাদেশ মাথা তুলে দাড়িয়েছে। যারা জীবন দিতে জানে তাদেরকী আর রুখবার সাধ্য কারোর আছে।

মহান এই বিজয় দিবসে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করতে ভুলেন নি বিয়ানীবাজার উপজেলাবাসী। বিজয়ের ৫১ বছরের সূর্যদয়ের প্রথম প্রহরে সর্বস্থরের মানুষ পৌরশহরের শহীদটিলায় অবস্থিত শহীদ বেদিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন।

স্মৃতি সৌধে প্রথমে পূষ্পার্ঘ্য অর্পন করে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও প্রশাসন। তারপর একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিয়ানীবাজার উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কমান্ড বিয়ানীবাজার উপজেলা, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার থানা, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, বিয়ানীবাজার সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার ফায়ারসার্ভিস, বিয়ানীবাজার পল্লিবিদ্যুত জোনাল অফিস, উপজেলা জাতীয় পার্টি, বিয়ানীবাজার উপজেলা জাতীয় দল বিএনপি, উপজেলা কমিউনিস্ট পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, বিয়ানীবাজার প্রেস ক্লাব, বিয়ানীবাজার জার্নালিস্ট এসিসিয়েশন, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন ও সাধারন মানুষ।

পরে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শহীদদের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরে প্যারেডে অংশগ্রহনকারী এবং সাংস্কৃতিক প্রতিযোগীদের মধ্যে প্রদক্ষিন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। পরে দুটি পায়রা অবমুক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

পরে একে একে প্যারেড প্রদর্শন করে বিয়ানীবাজার থানা, আনসার বিডিপি, বিএনসিসি, রোভারস্কাউট সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। প্যারেড শেষে উপস্থিত সবাই উপভোগ করেন শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহনকারিদের পুরষ্কারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এদিকে, বিকালে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে পৌরশহরে এক বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। পৌরশহরে র‍্যালী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে র‍্যালীটি সমাপ্ত হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালী পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।

Back to top button