খেলাধুলা

বর্ষসেরার চেয়েও বিশ্বকাপ জেতা কয়েকগুণ বেশি সম্মানের: মেসি

এখন পর্যন্ত আর্জেন্টিনার মানুষের কাছে ফুটবলের ‘ঈশ্বর’ দিয়েগো ম্যারাডোনা। তার যোগ্য উত্তরসূরি হিসেবে লিওনেল মেসির নামও বলা হয়। কিন্তু দেশবাসীর হৃদয়ে ম্যারাডোনার স্থানটা নিতে পারেননি মেসি। তারপরও দেশের মানুষের কাছে যে মেসি কতটা প্রিয় তা জানিয়ে দিলেন এক তরুণী সাংবাদিক।

এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর মেসি জানিয়ে দিয়েছেন, এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। আর এর পরই মুখ খুলেছেন সোফিয়া মার্টিনেজ নামে আর্জেন্টিনার ওই তরুণী সাংবাদিক। মেসির সঙ্গে সুর মিলিয়ে সোফিয়া বলেন, ‘আমি আপনাকে একটাই কথা বলতে চাই, ফাইনালে খেলার ফলাফল যাই হোক না কেন, একটা জিনিস আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’

এ সময় সোফিয়া আরও বলেন, ‘আপনার নাম আর্জেন্টিনার মানুষের হৃদয়ে আছে। তাদের প্রত্যেকের মনে আপনি রয়েছেন। দেশে একজন শিশুও নেই, যে আপনার নামের জার্সি কেনেনি। তা সে নকল হোক, সত্যি হোক বা কারও বানানো হোক। এ সম্মান আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি অসংখ্য মানুষের জীবনে খুশির কারণ হয়ে উঠেছেন। সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ।’

এদিকে ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭ বার বর্ষসেরার পুরস্কার জিতেছেন মেসি। যেকোনো সাক্ষাৎকারে তার কাছে ফিরে ফিরে এসেছে একটাই প্রশ্ন, আরও ব্যালন ডি’অর, না কি বিশ্বকাপ। মেসির উত্তরে বারবার এসেছে বিশ্বকাপ জয়ের কথা। মেসির মতে, বর্ষসেরার চেয়েও বিশ্বকাপ জেতা কয়েকগুণ বেশি সম্মানের।

Back to top button