খেলা দেখার সময় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
বরিশালে আর্জেন্টিনার খেলা চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপেন চন্দ্র মণ্ডল (৫৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করার পর এ ঘটনা ঘটে।
উপেন মন্ডল বরিশালের গৌরনদী পৌরসভার টরকীর চর মহল্লার মৃত উমেষ চন্দ্র মণ্ডলের ছেলে।
নিহতের ভাগনে সুমন বাড়ৈ জানান, তার মামা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিশ্বকাপ ফুটবলে তিনি আর্জেন্টিনার কট্টর সমর্থক ছিলেন। মঙ্গলবার দিনগত রাত ১টার পর নিজ ঘরে টেলিভিশনে খেলা দেখছিলেন। খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করার পর উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হন তিনি।পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, লোকমুখে তিনি ঘটনাটি শুনেছেন।