আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা তিনে মিরাজ

এবার আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো তিন নম্বরে অবস্থান করছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সেরা ৩-এ প্রবেশ করেছেন তিনি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্বপ্নের মত কাটিয়েছেন তিনি।
মিরপুরে প্রথম ম্যাচে শেষ উইকেট জুটিতে মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে ৫১ রানের পার্টনারশিপ করে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দেন মেহেদী হাসান মিরাজ। যেখানে তিনি ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। তবে নিজেকে ছাড়িয়ে গেছেন দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। যেখানে দলের বিপর্যয় মুহূর্তে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন মেহেদী হাসান মিরাজ।
এদিকে ব্যাটিং ছাড়াও পুরো সিরিজে বল হাতে ৪ উইকেট নিয়েছেন মিরাজ। এমন পারফরম্যান্সে আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। ২৮৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন এই অলরাউন্ডার।
এদিকে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ৩৮৯ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন সাকিব। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোঃ নবি। বর্তমানে আফগানিস্তানের এই অলরাউন্ডারের পয়েন্ট ৩১০। এছাড়াও রাশিদ খান রয়েছেন চতুর্থ স্থানে। তার রেটিং পয়েন্ট ২৮০।