সারাদেশ

পরিবারকে ঋণমুক্ত করতে সৌদি গিয়ে লাশ হয়ে ফিরলেন নিলয়

পরিবারকে ঋণমুক্ত ও সংসারে সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান ২১ বছরের কাওসার হোসেন নিলয়। দুই বছর সেখানে থেকে পরিবারকে ঋণমুক্ত করে দেশে ফিরে ব্যবসা করার স্বপ্ন ছিল তার। কিন্তু স্বপ্নপূরণ হলো না। আট মাসের মাথায় লাশ হয়ে দেশে ফিরলেন নিলয়।

গত ১০ নভেম্বর সৌদি আরবের আল আলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন নিলয়। এক মাস তিন দিন পর মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নিলয়ের লাশ বরিশালের বাড়িতে আসে। অ্যাম্বুলেন্সে লাশ বাড়ির সামনে আসার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

নিলয় নগরীর বেলতলা এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেক বেপারির ছেলে। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন। বাবা মারা গেছেন অনেক আগে। বড় ভাই বিয়ে করে ঢাকায় সংসার পেতেছেন। ব্যাংক থেকে লোন নিয়ে সৌদিতে গিয়েছিলেন নিলয়।

এর আগে বরিশালে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কিন্তু সেখানকার বেতনে সংসার ভালোভাবে চলছিল না। বিভিন্ন স্থান থেকে ধারদেনা করে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এছাড়া বাড়িতে একটি ঘর করার স্বপ্ন ছিল তার।

কান্নাজড়িত কণ্ঠে নিলয়ের মা কোহিনূর বেগম বলেন, ‌‘চলতি বছরের প্রথম দিকে নিলয় আমাকে বলেছিল, মা দেশের বাইরে গিয়ে দুই বছর কাজ করে আসি। তাতে আমাদের যে ঋণ আছে তা শোধ করতে পারবো। বাড়ির ভাঙাচোরা টিনের ঘরটি ভেঙে নতুন ঘর করতে পারবো। দুই বছর থেকে দেশে এসে ব্যবসা করবো। আমি তার কথায় সাড়া দিই। কিন্তু এটি যে তার মৃত্যু ডেকে আনবে তা বুঝতে পারিনি।’

এরপর একটি এজেন্সির মাধ্যমে গত মে মাসে সৌদি আরবে পাড়ি জমান নিলয়। সেখানে তিন মাস কোনও কাজ পাননি। পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পান। সেখানে চার মাসের মতো কাজ করেছেন। ওই সময়ের মধ্যে দেশে ৬০ হাজার টাকা পাঠিয়েছেন।

নিলয়ের মা আরও বলেন, ‘আমি ভিডিও কলে ফোন দিলে রিসিভ করে বলতো, মা আমি কল দিচ্ছি। এরপর কল দিয়ে কথা বলতো। আমাকে দেখলে তার কান্নায় পেতো। এজন্য ভিডিও কলে কথা বলতে চাইতো না। মোবাইলে কথা হলে ওষুধ ঠিকমতো খেয়েছি কিনা বারবার জানতে চাইতো। সেইসঙ্গে বলতো, মা ঋণের টাকা নিয়ে চিন্তা করবা না, আমি শোধ করবো। দুই বছরের মধ্যে দেশে ফিরবো। কিন্তু ছেলে ঠিকই ফিরেছে, তবে লাশ হয়ে।’

নিলয়ের স্বজনরা জানান, ১০ নভেম্বর বন্ধুর বাসায় দাওয়াত খেতে আল ভিসা শহর থেকে অপর বন্ধুর প্রাইভেটকারে যাচ্ছিল। আল আলিয়ায় এলাকায় জিপের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নিলয় নিহত হন। খবর পেয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘ এক মাসের বেশি সময় পর লাশ দেশে আসে। বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Back to top button