জুড়ীমৌলভীবাজার
জুড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিরাজুর রহমান মিরাজ(২২)।
মঙ্গলবার বিকেল ৩ টায় জুড়ী-ফুলতলা সড়কের রতনা চা বাগান এলাকার এলাপুর নামকস্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মিরাজ জুড়ী উপজেলার ফুলতলা বাজারের বাসিন্দা রাজকি এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিমের ৪র্থ পুত্র।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সাথে সাথে তার সঙ্গে থাকা মামাতো ভাই তাকে নিয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাত্রা পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন মিরাজের বাবা আব্দুল গফুর।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।