তারা ভর্তি হতে চায় কলেজে, মাদরাসায় আবেদন করে দিয়েছে কে বা কারা

পঞ্চগড়ে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারছে না একটি মাদরাসা থেকে দাখিল (এসএসসি সমমান) পাস করা বেশকিছু শিক্ষার্থী।
তাদের অভিযোগ, ওই মাদরাসায় আলিম (একাদশ) শ্রেণিতে ভর্তি করাতে গোপনে তাদের অনলাইন ভর্তির আবেদন করেছেন মাদরাসার অধ্যক্ষ। অধ্যক্ষের কাছে প্রশংসাপত্র চেয়েও পাচ্ছে না।
এ ঘটনায় সোমবার (১২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদরাসা থেকে ৩২ শিক্ষার্থী এবারের দাখিল পরীক্ষায় অংশ নেয়। পাস করে ২৯ জন। ৮ ডিসেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে ব্যর্থ হয়। পরে জানা যায় তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এমনকী অনলাইন পেমেন্টও করা হয়েছে।
পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে গিয়ে প্রশংসাপত্র ও মার্কশিট তুলতে চান। এসময় অধ্যক্ষ তাদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আর আবেদন করতে হবে না বলেন জানান। তাদের আলিম মাদরাসাতেই ভর্তির পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে হলে পাঁচ হাজার টাকা দাবি করেন। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে মোয়াজ্জেম আলী নামের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে কক্ষ হতে বের করে দেন মাদরাসার অধ্যক্ষ মোজাম্মেল হক।
শিক্ষার্থীদের অভিযোগ, আবেদনের জন্য প্রয়োজনীয় সব তথ্য মাদরাসায় থাকায় অধ্যক্ষ নিজেই তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
মাদরাসা থেকে দাখিল পাস করে একাদশ শ্রেণিতে কলেজে ভর্তি হতে ইচ্ছুক মোয়াজ্জেম হোসেন বলে, ‘এই মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করেছি। কিন্তু আমাদের অধ্যক্ষের কারণে ভালো কলেজে ভর্তি হতে পারছি না। মাদরাসার শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি দেখাতে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করার কৌশল করছেন আমাদেরই অধ্যক্ষ।’
আরেক শিক্ষার্থী ইব্রাহিম ইমন বলে, ‘আমরা জেলার উন্নত কলেজে ভর্তি হতে চাই। কিন্তু অধ্যক্ষ আমাদের বাধা দিচ্ছেন। আমাদের না জানিয়ে গোপনে তিনি অনলাইনে ভর্তির আবেদন করেছেন। আমরা এর বিচার চেয়ে ইউএনওর কাছে আবেদন করেছি।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদরাসার অধ্যক্ষ মোজাম্মেল হক। তিনি বলেন, ‘অনলাইনে কে বা কারা আবেদন করেছে, আমি এর কিছুই জানি না। কোনো শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণও করা হয়নি।’
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণ করার অধিকার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নেই।
তিনি বলেন, তারা দাখিল পাস করার পর তাদের পছন্দমতো যেকোনো কলেজ বা মাদরাসায় ভর্তির আবেদন করতে পারবে। এটা তাদের অধিকার। এ নিয়ে মাদরাসা অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি, তিনি অফিসে এসে বিষয়টি ব্যাখ্যা করতে চেয়েছেন।’
সদর ইউএনও মাসুদুল হক বলেন, অভিযোগ পেয়ে মাদরাসার অধ্যক্ষকে ডাকা হয়েছে। তিনি আবেদন করার কথা অস্বীকার করেছেন। পরে অধ্যক্ষের কাছে একটি লিখিত অনুমতিপত্র নেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী ওই মাদরাসায় ভর্তি হতে চায় না, তাদের আবেদন নামঞ্জুর করা হবে। ১৫ ডিসেম্বরের পর অনলাইন আবেদনের দ্বিতীয় পর্যায়ে ওই শিক্ষার্থীরা আবারও তাদের পছন্দমতো কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।