পায়ে ট্যাটু একে বিশ্বকাপ নিয়ে যে বার্তা দিলেন মেসি

নিউজ ডেস্ক- কাতার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দিয়ে এরইমধ্যে সেমিফাইনালে উঠে গেছে আলবিসেলেস্তারা। এই বিশ্বকাপে আর মাত্র দুটি ম্যাচ বাকি। আর সেটা জিতলেই শিরোপার স্বাদ পাবে আর্জেন্টিনা। ইতিহাস রচনা করবেন মেসি।
তবে সেমির লড়াইয়ে নামার আগে সমর্থকদের নতুন এক বার্তা দিয়ে রাখলেন মেসি। যেন আগে থেকেই ভবিষ্যদ্বানী করে রাখলেন তিনি। মেসির ডান পায়ের পেশিতে নতুন এক ট্যাটু দেখা যায়। যেখানে দুই হাতে ধরে থাকা বিশ্বকাপ। পাশে লেখা কাতার ২০২২।
তাহলে কি এবার বিশ্বকাপ নিজের করেই নিচ্ছেন মেসি? তার ডান পায়ের ট্যাটু তো সবাইকে তেমনটাই জানান দিচ্ছে। যদি তাই ঘটে তাহলে এবারের বিশ্বকাপে নতুন এক ইতিহাস রচনা করতে যাচ্ছেন মেসি।
আর এজন্য কোচ তাকে বিশ্রাম দিলেও তিনি বসে থাকবেন কেনো। নিজেকে ফিট রাখতে মাঠে না এলেও জিমে সময় কাটাচ্ছেন তিনি।
মাঠের অনুশীলনে মেসিকে দেখতে না পেয়ে খোঁজ নিয়ে তাই জানা গেল। আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের এক কর্মী জানান, ‘লিওর কোনো সমস্যা নেই। ও হোস্টেলের জিমে ট্রেনিং করছে। টানা ম্যাচ খেলে ক্লান্ত সে। এই কারণেই ওকে অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়। লিও যে কোনো মূল্যে এ বার বিশ্বকাপ জিততে মরিয়া। কোচ ওকে বিশ্রাম দিলেও নিজেকে তৈরি রাখতে জিমে ট্রেনিং করছে সে।’