সিলেট

সিলেটে ধ্বংস করা হলো ৮৮টি মামলার আলামত

টাইমস ডেস্কঃ সিলেটের বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির আওতাধীন বিভিন্ন বিচারিক আদালতে বিচারান্তে নিষ্পত্তিকৃত ৫৮টি মামলার আলামত এবং নমুনা সংরক্ষণ করে ৩০টি বিচারাধীন মামলার আলামত ধ্বংস করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ডিসি অফিস চত্বরে অবস্থিত পরিত্যক্ত বিল্ডিংয়ে উত্তর পাশে বিজ্ঞ মেট্রোপলিটন আদালত-২ এর ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূইয়ার উপস্থিতিতে এসব আলামত ঢেলে, ভেঙ্গে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

ধ্বংস করা আলামতের মধ্যে রয়েছে ১৬১০.২৫ লিটার চোলাই মদ, ২৯.২৯ কেজি ৪১৪ পুরিয়া গাঁজা, ৪৩১ বোতল ফেনসিডিল, ৩৯ বোতল বিদেশী মদ, ৩৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল বিয়ার ও ৭ পুরিয়া হেরোইন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. মারফত আলী, সিএসআই মো. আইয়ুব আলী, এএসআই মো. ওসমান, কনস্টেবল পিযুষ রঞ্জন বিশ্বাস, কনস্টেবল আশুক আলী, কনস্টেবল রাসেল মিয়া ধ্বংসের কার্যক্রমে সহায়তা করেন।

Back to top button