আন্তর্জাতিক

ফ্রান্সে ১৮-২৫ বছর বয়সীদের বিনামূলে কনডম দেয়ার ঘোষণা

ফ্রান্সে অনিচ্ছাকৃত গর্ভধারণ কমাতে তরুণদের বিনামূলে কনডম দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী জানুয়ারি থেকে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণদের বিনামূলে কনডম দেয়া হবে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পশ্চিম ফ্রান্সের ফতেঁ ল্যু কমতে তরুণদের স্বাস্থ্য বিষয়ক এক বিতর্ক সভায় ম্যাক্রোঁ বলেন, ১৮ থেকে ২৫ বছর বয়সীরা ওষুধের দোকানে গিয়ে কনডম চাইলেই তা পাবেন। তার কথায় গর্ভনিরোধের পথে এটি একটি ছোট্ট বিপ্লব।

ফ্রান্সে ২০২০ এবং ২০২১ সালে যৌনসঙ্গম বাহিত রোগ বেড়েছে ৩০ শতাংশ। তা নিয়ন্ত্রণে আনতেই দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে।

ম্যাক্রোঁ বলেন, ‘ফ্রান্সে যৌন শিক্ষাকে ঘিরে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা এই বিষয়ে খুব একটা দক্ষ নই। তত্ত্বের থেকে বাস্তব অনেকটাই আলাদা।’

২০১৮ সাল থেকেই ফ্রান্সে কনডম কেনার দাম ফেরত দিয়ে দেয় সেখানকার জাতীয় স্বাস্থ্য পরিষেবা সংস্থা, যদি তা চিকিৎসকের পরামর্শে কেনা হয়।

ফ্রান্সে চলতি বছরের শুরুতে ২৫ বছর বা তার কম বয়সী তরুণীদের জন্য বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা দেয়ার ঘোষণা দেয়া হয়। এর আগে এই সেবা শুধুমাত্র ১৮ বছর বা তার কম বয়সী তরুণীদের দেয়া হতো। এখন সেটি ২৫ বছর করা হয়েছে। এরপরই বিনামূল্যে কনডম দেয়ার ঘোষণা দিল দেশটি।

Back to top button