রাজনীতি

মঞ্চের সামনে বসা নিয়ে ধাক্কাধাক্কি

বিএনপির গণসমাবেশের মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এবং মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে এ ধাক্কাধাক্কি হয়।

এ সময় দেখা গেছে, মঞ্চের ডান পাশে অবস্থান নেওয়া উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হঠাৎ মঞ্চের সামনে অবস্থান নিতে চান। সে সময় সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়।

পরে নিজেদের মধ্যে সমঝোতা করে দুই দল পাশাপাশি অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ ছাড়া মঞ্চের ডানপাশে সাদা ক্যাপ ও হলুদ গেঞ্জি পরে অবস্থান নিয়েছেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা।

Back to top button