খেলাধুলা

ক্রোয়েশিয়ার কাছে হেরে তিতের পদত্যাগ

লম্বা সময় ধরে ব্রাজিল দলের কোচের দায়িত্বে ছিলেন তিতে। তার অধীনে রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হলেও কোপা আমেরিকা জেতে ব্রাজিল। শুক্রবার ক্রোয়েশিয়ার সঙ্গে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই হারের পর পদত্যাগ করতে দেরি করেননি তিতে। ম্যাচ শেষ হওয়ার পর দেন অবসরের ঘোষণা।

২০১৬ সাল থেকে কোচের দায়িত্বে থাকা তিতের ট্যাকটিক্স নিয়ে সমালোচনা হচ্ছিলো। বিশেষ করে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ভালো পরিকল্পনা নিয়ে এগুতে পারছিলেন না তিতে। রাশিয়া বিশ্বকাপে তার অধীনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হেরেছিল বেলজিয়ামের কাছে। এবার হারলো ক্রোয়েশিয়ার বিপক্ষে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে থেকে শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাকে গোল হজম করতে হয় তিতের শিষ্যদের। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ম্যাচ হারেন নেইমাররা।

Back to top button