রাজনীতি

আওয়ামী লীগ খেলার কথা বলে ফাউল খেলছে : নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‌‘ আওয়ামী লীগ খেলার কথা বলে ফাউল খেলছে। আপনারা এভাবে ফাউল খেললে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হবে।’

আজ শুক্রবার বিকালে পল্টনে জামান টাওয়ারের নিচে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘এ সরকার কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। বিএনপির মতো একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থাকা একটা উদার দলের মহাসচিব থেকে শুরু করে সিনিয়র নেতাদের হয়রানি ও গ্রেফতার থেকে রেহাই দিচ্ছে না।’

সমাবেশের সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব আব্দুজ জাহের। এতে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, আবু হানিফ, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তারেক রহমান, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব ঈসমাইল, গণঅধিকার পরিষদের ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক অ্যাডভোকেট শওকত এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান।

গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘হামলা-মামলা করে জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতারা গ্রেফতার হলে মিছিলের শেষ কর্মী আন্দোলনের নেতৃত্ব দেবে।’

Back to top button