বিয়ানীবাজার সংবাদ

কুলাউড়ায় দলিল রেজিস্ট্রি না করায় অবরুদ্ধ সাবরেজিষ্টার, পেছনের দরজা দিয়ে উধাও

টাইমস ডেস্কঃ কুলাউড়ায় মানুষের তোপের মুখে পড়ে জমি রেজিস্ট্রি না করেই হটাৎ খাস কামরা থেকে উধাও হয়ে যান সাবরেজিষ্টার। এসময় দলিল লেখক ও জমি রেজিস্ট্রি করতে আসা লোকজন উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি বেসামাল হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার ০৯ ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কুলাউড়া সাবরেজিষ্টার অফিসে এ ঘটনাটি ঘটে। তবে পরবর্তি কর্মদিবসে আরও বড় ধরণের বিশৃঙ্খলার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট লোকজন।

দলিল রেজিস্ট্রি করতে আসা মানুষ ও দলিল লেখকরা জানান, কুলাউড়া সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্টার মোশাররফ হোসেন চৌধুরী গত ১৬ নভেম্বর বদলি হয়ে গেলে বড়লেখা উপজেলার দায়িত্বরত সাবরেজিস্টার সাইফুল আলমকে কুলাউড়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার প্রথম দায়িত্ব পালন করতে আসেন কুলাউড়ায়। প্রথম কর্মদিবসেই সবকিছু গোলমাল পাকিয়ে দেন।

দলিল লেখকরা জানান, সকাল থেকে প্রায় আড়াইশ দলিল রেজিস্ট্রির জন্য জমা হয়। দেড়শতাধিক দলিল তিনি রেজিস্ট্রি করেন। কিন্তু বিকেলে নানা অজুহাতে ঝামেলা পাকান। দলিল রেজিস্ট্রিতে ভূমির ২৫ বছরের রেকর্ড লাগবে, ক্রেতা বিক্রেতার জাতীয় পচিয়পত্র হলে হবে না সাথে জন্মনিবন্ধন কার্ড লাগবে। এসব অযুহাতে দলিল রেজিস্ট্রি বন্ধ রাখেন। এদিকে সকাল থেকে দলিল রেজিস্ট্রি করতে আসা জমির ক্রেতা-বিক্রেতারা বিকেলে দলিল রেজিস্ট্রি বন্ধ করায় ক্ষিপ্ত হয়ে উঠে সাবরেজিষ্টারকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান সাবরেজিস্ট্রি অফিসে আসেন। তিনি বিক্ষুব্ধ মানুষকে শান্তনা করে উপস্থিত বিক্ষুব্ধদের উদ্দেশ্যে কথা বলে চলে যান। উপজেলা চেয়ারম্যান চলে যাওয়ার পর পরই উপস্থিত দলির লেখক কিংবা জমি ক্রেতা-বিক্রেতাকে কিছু না বলে পেছন দরজা দিয়ে উধাও হয়ে যান সাবরেজিস্টারও। বিষয়টি নিয়ে আবারও তুমুল হট্টোগোল লেগে যায়।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, সাবরেজিস্টার বিষয়টি আমাকে জানিয়েছেন। কিন্তু কাউকে কিছু না বলে এভাবে চলে যাওয়াটা উচিত হয়নি। এদিন তিনি সব দলিল রেজিস্ট্রি করতে না পারলে পরবর্তী কর্মদিবসে করে দিবেন বলে উপস্থিত লোকজনকে বলে যাওয়া উচিত ছিলো। তিনি জেলা রেজিস্টারকে কমসময়ের মধ্যে কুলাউড়া একজন সাবরেজিস্টার দেয়ার জন্য জানাবেন।

এব্যাপারে সাবরেজিস্টার সাইফুল আলমের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইলে (নং-০১৭৫৬৩৪৫২১৩) একাধিকবার কল করলেও তিনি রিসিভি করেননি।

Back to top button