বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বাইক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃ ত্যু

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার(০৭ ডিসেম্বর)বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইক আরোহীর নাম সুভাষ চন্দ্র ঘোষ। তিনি স্কয়ার ফুড কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা যায় সারপার থেকে বিয়ানীবাজার আসছিলেন বাইকযোগে দুই যাত্রী। এতে তাজপুর এলাকায় হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান বাইক আরোহী।

পরে স্থানীয়রা দুই বাইক আরোহীকে ঘটনা কবলিত স্থান থেকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরীবিভাগে দায়িত্বরত চিকিৎসক সুভাষ চন্দ্র ঘোষকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আশংকাজনক অবস্থায় বাইকের অপর আরোহীকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে প্রেরণ করেন।

Back to top button