জুড়ীমৌলভীবাজার

জুড়ীতে চোরাই গরুসহ দুই চোর জনতার হাতে আটক

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারে জুড়ীতে গরু চুরির সময় চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে জুড়ি পুলিশ।মঙ্গলবার(৬ ডিসেম্বর) রাতে জুড়ী উপজেলার বটুলী গ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মো.মোশাররফ হোসেন।

আটককৃতরা হলেন সালাম মিয়া (৩৫) ও আলাউদ্দিন(৩২)।

জানা যায়, বটুলী গ্রামের গিয়াস উদ্দিনের গোয়াল ঘর থেকে ২ টি গরু চুরি হয়। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন চোরাই গরুসহ দুজনকে আটক করে।পরে তাদেরকে পুলিশের কাছে তুলে দেয়া হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো.মোশাররফ হোসেন জানান, বটুলী গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ীর গোয়াল ঘর থেকে ২ টি গরু চুরি হয়।গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন চোরাই গরুসহ দুজনকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের থানায় নিয়ে আসে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে এবং তারা পেশাদার চোর বলে জানা যায়। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আলাদতে সোপর্দ করা হয়েছে।

Back to top button