শিক্ষা

ফুটবল খেলা নিয়ে জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং ঘ র্ষ

নিউজ ডেস্ক- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দফায় দফায় সংঘর্ষে জড়ান বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ও আ ফ ম কামালউদ্দীন হলের শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সোয়া ৭টার দিকেও সংঘর্ষ চলছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ফিরোজ উল হাসান বলেন, বিকেলে খেলাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীরা বিবাদে জড়ান। আমরা হল দুটির সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল আলম বলেন, ঘটনা নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টিম কাজ করে যাচ্ছে। আমরা পুলিশের সহায়তা নেব।

বিস্তারিত আসছে…

Back to top button
error: Alert: Content is protected !!