সারাদেশ

সৌদি আরবে চাকরি দেওয়ার নামে মানব পাচার, গ্রে প্তা র ২

নিউজ ডেস্ক- সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার নামে মানব পাচার ও নির্যাতন করে অর্থ আদায়ে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো এ চক্রের মূলহোতা রহমত উল্যা ওরফে রাজু এবং তার সহযোগী বিউটি বেগম।
র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গ্রেপ্তারকৃতদের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। তারা ভুয়া ট্রাভেল এজেন্সি খুলে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

তিনি আরও জানান, তারা বেকার যুবকদের সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি এবং বিনামূল্যে থাকা-খাওয়াসহ নানা সুবিধা দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া সৌদি আরবে লোক পাঠিয়ে সেখানে থাকা সহযোগীদের মাধ্যমে নির্যাতন চালিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করত তারা।

এদিকে যাত্রাবাড়ী এলাকা থেকে চাকরি দেওয়ার নামে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ে জড়িত আরেক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তারা হলো- রাজু আহমেদ এবং মো. সুমন। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়।

Back to top button