হবিগঞ্জ

মাধবপুরে কওমী-সুন্নি সং ঘ র্ষে আ হ ত ১০

নিউজ ডেস্ক- হবিগঞ্জের মাধবপুরে সুন্নি ও কওমি পন্থীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, কওমি ও সুন্নিপন্থী আললেমদের শালিসের পর দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে মাধবপুর ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।

এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ৪ জনকে ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনা সূত্রে আরও জানা গেছে, গত কিছু দিন আগে কওমি সর্মথক সুন্নী পন্থী মাওলানাদের মাঝে মতপার্থক্য নিয়ে সংঘর্ষ হয়। এর বিরোধ নিষ্পত্তিকল্পে আজ মঙ্গলবার সকালে মাধবপুর থানায় উভয় পক্ষকে নিয়ে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধ নিষ্পত্তি শেষে ফেরার পথে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহত’রা হলেন, উপজেলার পশ্চিম মাধবপুরের হাফেজ জুবায়ের উল্লাহ (৩৫), খড়কি গ্রামের কামাল উদ্দিন (৫০), পশ্চিম মাধবপুরের মাওলানা রফিকুল ইসলাম (৩৬) বুল্লা গ্রামের শফিকুল ইসলাম (৩১)। অন্যন্য আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। অভিযাগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button