অর্থনীতি

ইসলামী ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক

দেশে শরীয়াহভিত্তিক বা ইসলামী ব্যাংকগুলোকে ১৪ দিন মেয়াদি তারল্য সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর সুষ্ঠু তারল্য ব্যবস্থাপনার স্বার্থে এ সুবিধা দেয়া হবে। আজ সোমবার জারি হওয়া একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এ সার্কুলার দেশের সব শরীয়াহ্ ভিত্তিক তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (ডিএমডি) খোন্দকার সিদ্দীকুর রহমানের সই করা সার্কুলারে বলা হয়, শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোর সুষ্ঠু তারল্য ব্যবস্থাপনার স্বার্থে এবং ইসলামিক আর্থিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ১৪ দিন মেয়াদি তারল্য সুবিধা ‘ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ)’ প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শরীয়াহ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এ সুবিধা গ্রহণের জন্য আবেদন করতে পারবে।

নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হয়েছে।

Back to top button