আমেরিকান ভিসা পাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানালেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত মুখ ও চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ও তার পুত্র আব্রাম খান জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন।
দেশটিতে স্থায়ী আবাসনের প্রাথমিক অনুমতি পেয়েছেন তারা। গেল ২৯ অক্টোবর অপু-জয় এই ভিসা হাতে পেয়েছেন বলে জানা গেছে। ভিসা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী জানান, আমেরিকান ভিসা আহামরি কিছু নয়।
তিনি বলেন, ‘আমার ছেলে জয় ডিজনি ওয়ার্ল্ড খুবই পছন্দ করে। তাই মনে হলো আমেরিকার ভিসার জন্য আবেদন করি। হয়ে গেলে ক্ষতি কি। ভিসা পেয়েও গেলাম। এটি নিয়ে কথা বলারও কিছু দেখছি না আমি ‘
বর্তমানে অপু ব্যস্ত আছেন সরকারি অনুদানে নির্মিতব্য তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ নিয়ে। সম্প্রতি ঢাকার অদূরে মানিকগঞ্জ সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে।বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিং খুব শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।