‘গুদামে চালের জায়গা হচ্ছে না, বাজারে মাছ-মাংসের অভাব নেই’
টাইমস ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার আর চাল আমদানি করতে চায় না। এবার সোনালি ফসলে ভরপুর, আমনের ভালো ফলন হয়েছে। এত ফলন হয়েছে যে খাদ্য গুদামে চালের জায়গা হচ্ছে না। বাজারে মাছ-মাংসের অভাব নেই।
রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের মল্লিকপুর এলাকায় বিজিবির ২৮ ব্যাটালিয়নের জব্দ করা বিভিন্ন ধরনের ১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মাদকদ্রব্য যেসব রুটে আসে সেগুলো চিহ্নিত করা হবে। সব সীমান্ত সড়কের উন্নয়ন করা হবে। তবে বুঝতে হবে দেশের সম্পদ সীমিত। দেশের উন্নয়নের জন্য সামাজিক শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন।
এসময় তিনি বলেন, সরকার এই মুহূর্তে অর্থনৈতিক চাপে আছে। তবে এই চাপ ধীরে ধীরে কমে আসছে। একটি মহল চাইছে যেন চাপ না কমে। তারা শেখ হাসিনাকে সরাতে চায়।
শেখ হাসিনাকে অগঠনতান্ত্রিকভাবে হটানো যাবে না উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, তিনি জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাকে হটানোর ক্ষমতা দেশের জনগণ ছাড়া আর কারও নেই। দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের মর্যাদা বাড়ানোর জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। দেশের কল্যাণ তাই সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করতে হবে। নতুন বছর ভালোভাবেই শুরু হবে। নতুন বছরে দেশে কোনো অর্থনৈতিক চাপ থাকবে না।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, ২৮ বিজিবির পরিচালক মো. মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে বিজিবি বিভিন্ন সময়ে জব্দকৃত ৪৫ হাজার ৬৮১ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৭৩৭ বোতল বিয়ার, ৪৪৫ কেজি গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করা হয়।