খেলাধুলা

ডি মারিয়াকে ছাড়াই আর্জেন্টিনার একাদশ ঘোষণা

শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। উরুর চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশ থেকে ছিটকে গেছেন ডি মারিয়া। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সৌদি আরবের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পাওয়া পাপু গোমেজ।

পোল্যান্ডের বিপক্ষের একাদশ থেকে কেবল একটি পরিবর্তন করে দল সাজিয়েছেন স্কালোনি। এ ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে যেতে চায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা একাদশ (৪-৩-৩)

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পাপু গোমেজ, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।

কোচ লিওনেল স্কালোনি।

আরও পড়ুন: মেসির সামনে ‘১০০০’র মাইলফলক

অস্ট্রেলিয়া একাদশ (ফরমেশন ৪-১-৪-১)

ম্যাট রায়ান, ডেগেনেক, কেই রোলেস, হ্যারি সুটার, আজিজ বেহিচ, বাকুস, অ্যারন মুই, জ্যাকসন ইরভিন, ম্যাকগ্রি, ম্যাথু লেকি, মিচেল ডিউক।

কোচ গ্রাহাম জেমস আর্নলড।

Back to top button
error: Alert: Content is protected !!