খেলাধুলা

বিশ্বকাপের নক আউট পর্বে কে কার মুখোমুখি

ব্রাজিলের হার ও সুইজারল্যান্ডের জয় দিয়ে শেষ হলো কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব। অংশগ্রহণকারী ৩২ দল থেকে বাদ পড়েছে অর্ধেক। রয়ে গেছে বাকি ১৬টি দল। এই ১৬ দল থেকেই নির্ধারিত হবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন।

বিশ্বকাপ জেতা দুই দল উরুগুয়ে ও জার্মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। নকআউটের ১৬ দলের মধ্যে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বাকি ৯ দলই আছে শিরোপাশূন্য।

শনিবার নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের শেষ ষোলোর প্রতিযোগিতা। গ্রুপপর্বের মতো এখানে আর দ্বিতীয় কোনো সুযোগ নেই দলগুলোর সামনে। হারলেই বাদ।

নকআউটে যোগ হচ্ছে অতিরিক্ত ৩০ মিনিট ও পেনাল্টি শুট আউট। অর্থাৎ নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের মধ্যে জয়ী নির্ধারণ করা না গেলে ম্যাচ গড়াবে অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও সমাধান না এলে পেনাল্টি শুট আউটে যাবে ম্যাচ।

নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্রের ম্যাচের পর শনিবার নামছে আর্জেন্টিনাও। লিওনেল মেসির দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

পরদিন পোল্যান্ডকে মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আর সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলবে সেনেগালের বিপক্ষে।

সোমবার নকআউটে নামছে টুর্নামেন্টের ফেভারিট ব্রাজিল। ওই দিন রাত ১টায় তারা লড়বে কোরিয়ার বিপক্ষে। তার আগে একই দিন রাত ৯টায় জাপান মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।

মঙ্গলবার শেষ হবে নকআউট পর্ব। ঐদিন মরক্কো খেলবে স্পেনের বিপক্ষে আর পর্তুগাল নেবে সুইজারল্যান্ডের চ্যালেঞ্জ।

আজ শনিবার রাত থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। নক আউট পর্বের প্রথম দিনই নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া! এবারের লড়াইয়ে যে দল হারবে সেই দলই বিদায় নেবে বিশ্বকাপ থেকে!

দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি

৩ ডিসেম্বর, শনিবার
নেদারল্যান্ডস : যুক্তরাষ্ট্র
রাত ৯টা
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান

৩ ডিসেম্বর, শনিবার
আর্জেন্টিনা: অস্ট্রেলিয়া
রাত ১টা
আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান

৪ ডিসেম্বর, রোববার
ফ্রান্স : পোল্যান্ড
রাত ৯টা
আল থুমামা স্টেডিয়াম, দোহা

৪ ডিসেম্বর, রোববার
ইংল্যান্ড : সেনেগাল
রাত ১টা
আল বাইত স্টেডিয়াম, আল খোর

৫ ডিসেম্বর, সোমবার
জাপান : ক্রোয়েশিয়া
রাত ৯টা
আল জয়নাব স্টেডিয়াম, আল ওয়াকরা

৫ ডিসেম্বর, সোমবার
ব্রাজিল : দক্ষিণ কোরিয়া
রাত ১টা
স্টেডিয়াম ৯৭৪, দোহা

৬ ডিসেম্বর, মঙ্গলবার
মরক্কো : স্পেন
রাত ৯টা
এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান

৬ ডিসেম্বর, মঙ্গলবার
পর্তুগাল: সুইজারল্যান্ড
রাত ১টা
লুসাইল স্টেডিয়াম, লুসাইল

Back to top button