খেলাধুলা

বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার কোচ

দেশের অধিকাংশ ফুটবল ভক্তরা ব্রাজিল-আর্জেন্টিনাকে সমর্থন করে। মেসিবাহিনীর প্রতি বাঙ্গালীদের ভালোবাসায় মুগ্ধ খোদ আর্জেন্টিনার কোচ। প্রয়াত দিয়েগো ম্যারাডোনার অধীনে বিশ্বকাপ জয়ের পর থেকে দলটির প্রতি ভালোবাসা বেড়ে যায়। হাল আমলে লিওনেল মেসির কারণে সমর্থন বেশ তুঙ্গে। কাতার বিশ্বকাপ চলাকালীন দেশের বিভিন্ন প্রান্তে এ নিয়ে উচ্ছ্বাস তো সবাই দেখছে। তা ঠিকই দৃষ্টিগোচর হয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির।

দলকে সমর্থন করার জন্য ধন্যবাদ দিতে কার্পণ্য করেননি মেসিদের কোচ। মিডিয়া সেন্টারে ডি পলের পরই স্কালোনি এসেছেন। আগামীকালের ম্যাচ নিয়ে নানান প্রশ্নের উত্তর দেওয়ার পর শেষের দিকে এক আর্জেন্টাইন সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গ তুলে আনলেন।

স্কালোনি সুন্দর করেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ‘দিয়োগোর (ম্যারাডোনা) অসংখ্য সমর্থক রয়েছে। এখন মেসিরও আছে। তাদের মাধ্যমে আর্জেন্টিনাকে ভালোবাসে অনেক দেশ, বাংলাদেশ এর মধ্যে অন্যতম।’ দূরের দেশ থেকে এমন সমর্থন পেয়ে বেজায় খুশি আর্জেন্টিনার কোচ। অনুভূতি প্রকাশ করলেন এভাবে, ‘এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমাদের ফুটবল বিশ্বের নানা প্রান্তের মানুষ ভালোবাসে। বাংলাদেশকে ধন্যবাদ।’

Back to top button
error: Alert: Content is protected !!