সারাদেশ

৭ কোটি টাকার সেতু অকেজো কবে চালু হবে, অপেক্ষায় লক্ষ মানুষ

নিউজ ডেস্ক- ব্রিটিশ আমল থেকে একটি সেতুর জন্য অপেক্ষা প্রহর গুনছে দুটি জেলার এক লক্ষ মানুষ ।সরকার বদল হয়েছে অনেক বার আর দেশ স্বাধীনতার প্রায় ৫০ বছর পর নির্মিত হয়েছে এরা বরাক নদীর সেতু। দীর্ঘ এক বছর হয়েছে সেতুটি নির্মান হয়েছে। প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এখন অকেজো অবস্থায় পড়ে আছে। দুই সাইটের (এপ্রোফুভ) সংযোগ সড়ক না থাকায় দুটি জেলার কয়েক লক্ষ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।ঠিকাদারী প্রতিষ্ঠান বলছে তাদের কাজের সাথে এপ্রোফুভ সড়ক ধরা ছিলো না এই জন্য নির্মার্নে বিলম্ভ হচ্ছে।

একটি সেতুর জন্য ৩০/৪০টি গ্রামের মানুষ চরম ভাগ্য বিরম্বিত। হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এরা বরাক (হাতিমারা) নদীর ওপর সেতু নির্মান করা হয়। এলজিইডি মাধ্যমে ।যদিও কাগজে পত্রে এরাবরাক নদী কিন্তু এলাকাবাসী তাকে হাতিমারা নদী বলে ডাকেন। নদীর পাড়ের বাসিন্ধা প্রবীন শুকুর আলী বলেন,বৃট্রিশ আমলে বর যাত্রীসহ একটি হাতি নদী পারাপারের সময় পানিতে তলিয়ে মারা যায় তখন থেকেই এরনাম হাতিমারা নদী এরাবরাক নামে কেউ চিনে না।

জানা যায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন দিনাজপুর, দৌলতপুর মিঠাপুর, আলমপুর, চরগাঁও, সুনাম পুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এরাবরাক নদীর ওপর সেতু নির্মাণের দাবি ছিলো দীর্ঘ দিনের। কেশবচর গ্রামের আব্দুল হাকিম বলেন আমাদের দাবি পুরণ হলেও সেতুটি চালু না হওয়ার আমাদের দুর্ভোগ এখনো লাগব হয়নি। এর শেষ কবে হবে কেউ জানে না।

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন সীমান্তবর্তী নবীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এ কেশব চর ও মিনাজ পুর গ্রামের কাছে বাঁশের সাকো ব্যবহার করতেন। এবিষয়ে খলিলপুর ইউপির ইলিয়াছ মিয়া মেম্বার বলেন এই সেতু নির্মানের ফলে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মধ্যে সংযোগ স্থাপন হয়। আমরা আশায় আছি কবে সেতুটি উম্মুক্ত করে দেয়া হবে দুই জেলার লক্ষ মানুষের দুর্ভোগ লাগব হবে। আমরা গাড়ি নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে যেতে পারবো। নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দিলওয়ার হোসেন বলেন আমার ইউনিয়ন কেন দুই জেলার লক্ষ মানুষের স্বপ্ন হচ্ছে এরা বরাক সেতু। এই সেতুটি দ্রুত চালু করার দাবি জানাচ্ছি।

মৌলভীবাজার সদর উপজেলা ও নবীগঞ্জ উপজেলার ৩০/৪০ টি গ্রামের অনেক শিক্ষার্থী সীমান্তবর্তী নবীগঞ্জ উপজেলার যোগাযোগে সহজ হওয়ার কারনে ঐতিহ্যবাহী আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এই ঝুঁকিপূর্ন বাঁশের সাকো দিয়েই যাতায়াত করে লেখা পড়া করেছেন এখন সেতু চালু হলে আর তাদের সেই দুর্ভোগ নেই। মানচিএ গত দিক দিয়ে মৌলভীবাজার জেলার পশ্চিমাঞ্চলের লোকজন হবিগঞ্জ জেলার সাথে অধ প্রতভাবে জড়িত। এ সেতু নির্মান হলে নবীগঞ্জের সাথে মৌলভীবাজার সদরের দূরত্ব অনেক কমে যাবে।

কেশবচর গ্রামের গিয়াস উদ্দিন নামদার মিয়া জানান, বৃটিশ আমলের পর থেকেই দুই জেলার যোগাযোগের জন্য বাঁশের সাকো ব্যবহার করা হয়। সরাসরি যান চলাচলের ব্যবস্থা না থাকায় অনেক দূরের রাস্তা ঘুরে এ দুই জেলার লক্ষ মানুষ যাতায়াত করতে হতো এখন আমরা সুখি হবো যোগাযোগ ব্যবস্থায়। এতে অতিরিক্ত সময় ও অর্থের অপচয় বাঁচবে। তাই হবিগঞ্জ জেলার আউশকান্দিস্থ বিশ্বরোডের নিকটবর্তী দুই জেলায় বিভক্ত (এরাবরাক) হাতিমারা নদীর সেতু লক্ষ জনতার প্রাণের দাবী।

ঠিকাদারী প্রতিষ্ঠান টেইক এন্ড প্রে এর প্রোফাইটার লিটরন রায় বলেন, আমাদের কাজ এক বছর আগে শেষ হলেও নবীগঞ্জ অংশের সংযোগ সড়ক ধরা ছিলো না। এই জন্য কাজটি আটক আছে। এটা মন্ত্রনালয়ের অনুমোদন আসলেই আমরা কাজটি সমাপ্ত করে জনগন চলাচলে উম্মুক্ত করে দিতে পারবো।

মৌলভী বাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরকার, সেতুর নির্মান ব্যয় হচ্ছে ৬ কোটি ৯৭ লাখ ১১হাজার ৯শ ৫০টাকা। সেতুটি চালু হতে আর ৬/৭ মাস সময় লাগতে পারে। কারন এই সেতুর নবীগঞ্জ অংশের (এপ্রোফুভ) সংযোগ সড়কটি আগে ধরা ছিলো না। এখন আমরা ঐসংযোগ সড়কের জন্য প্রায় ৩০ লাখ টাকার একটি প্রস্তার পাটিয়েছি মন্ত্রনালয়ে এটা পাস হয়ে আসলে কাজ হয়ে যাবে।

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান গাজী শাহনওয়াজ মিলাদ বলেন, সেতুটির গুরুত্ব বিবেচনা করে যোগাযোগ মন্ত্রনালয়ে প্রস্তাব দেওয়া হয়।অচিরেই আমাদের সরকারের সফলতা এই সেতুটি চালু হবে। আমি এবিষয়ে প্রয়োজনে যোগাযোগ মন্ত্রনালয়ে সাথে কথা বলবো।

Back to top button