মৌলভীবাজার
শ্রীমঙ্গলে চা বাগানে অজ্ঞাত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগানের ফাঁড়ি কাকিয়াছড়া চা বাগানের সেকশনে বটগাছের পাশে চা বাগানের অভ্যন্তরে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া বটগাছের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা বাগান ব্যবস্থাপক ও স্থানীয় চেয়ারম্যানকে জানালে তারা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, মৃতদেহের পাশে একটি পলিথিনে মোড়ানো মদের বোতল পাওয়া যায়। মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পিবিআই এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।