জৈন্তাসিলেট

জৈন্তাপুরে এসএসসিতে পাশের হার ৭৮.৮৮ শতাংশ

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২২ সনের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাশের হার ৭৮.৮৮শতাংশ।

২০২২ সালে উপজেলার ২৪টি প্রতিষ্ঠান হতে ২২৬৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৮টি জিপিএ-৫ সহ মোট পাশ করেছেন ১৭৮৯ জন। তার মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে মাধ্যমিক পর্যায়ে ১৬টি প্রতিষ্ঠান হতে ১৭৭৩ জন অংশ নিয়ে ৬০টি জিপিএ-৫ সহ ১৩৬২জন শিক্ষার্থী পাশ করেছেন।

জিপিএ ৫ পেয়েছে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় ২৪টি, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় ১টি, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ১০টি, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় ৭টি, সারীঘটি উচ্চ বিদ্যালয় ৩টি, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ৪টি, বাউরভাগ উচ্চ বিদ্যালয় ২টি, খাজার মোকাম উচ্চ বিদ্যালয় ১টি, রমজান রূপজান বাগেরখাল একাডেমি ২টি ও জাফলং ভ্যালি বডিং স্কুল এন্ড কলেজ ১টি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ভোকেশনাল পরিক্ষায় ৪টি প্রতিষ্ঠান হতে ৩১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৭টি জিপিএ-৫ সহ ২৮০ জন শিক্ষার্থী পাশ করেছেন। কারিগরি বিভাগে আমিনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউট জিপিএ ৫ পেয়েছে ১০টি, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ভোকেশনাল শাখা ৯টি, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় ভোকেশনাল শাখায় ১টি ও সারীঘাট উচ্চ বিদ্যালয় ভোকেশনাল শাখায় ৭টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরিক্ষায় ৪টি প্রতিষ্ঠান হতে ১৭৬ জন অংশ নিয়ে ১টি জিপিএ-৫ সহ ১৪৭ জন শিক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৮৩.৫২ %। এর মধ্যে খরিল নেজামুল উলুম আলীম মাদ্রাসা ১টি জিপিএ ৫ পেয়েছে।

Back to top button