বিয়ানীবাজার সংবাদ

দোয়ারাবাজারে বিদেশী মদের চালানসহ মাদক কারবারি আ ট ক

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের দোয়ারাবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের অভিযানে ৯০ বোতল (অফিসার চয়েজ) বিদেশী মদসহ নজরুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে অভিযান চালিয়ে মৌলারপাড় গ্রামের অলিউর রহমানের ছেলে নজরুল ইসলামকে আটক করে র‍্যাব-৯ সিপিসি ৩ সুনামগঞ্জ।

র‍্যাব সুত্রে জানা যায়, মাদক কারবারি নজরুল ইসলাম দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।

এ তথ্য পেয়ে র‌্যাব–৯ সিপিসি ৩ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে অভিযান চালিয়ে মৌলারপাড় গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের বাড়ীর পশ্চিম পাশ থেকে মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ১ বস্তা থেকে ৯০ বোতল (অফিসার চয়েজ) বিদেশী মদ জব্ধ করা হয়েছে।

আটককৃত মাদক কারবারি নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে ৯০ বোতল বিদেশী মদসহ দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান মাদক কারবারি নজরুল ইসলামের নামে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Back to top button