মেসির গোলে বাংলাদেশিদের উল্লাস, ভিডিও শেয়ার করলো ফিফা

গতকাল রাতে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ সময় গত রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সৌদির কাছে ২-১ গোলে বিধ্বস্ত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়ের সুর বাজছিল আর্জেন্টিনার। সমর্থকরাও হয়ে গিয়েছিল হতাশ। কিন্তু সেই লিওনেল মেসিই আবার ত্রাতার রূপে আর্জেন্টিনাকে বাঁচালেন। নিজে গোল করলেন আবার গোল করালেনও।
মেসি ম্যাজিকে ২-০ গোলে হারিয়ে নক আউট পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই জয়ে জেগেছিল সারাবাংলা। মাঝরাতে খেলা শেষে রাজপথে নেমেছিল উচ্ছ্বসিত সমর্থকরা। যে যেভাবে পেরেছে সেভাবে উদযাপন করেছে প্রিয় দলের এই বিজয়।
আর বাংলাদেশের এই বিজয় উদযাপন শেয়ার করেছে ফিফা। নিজেদের টুইটারে বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের উদযাপনের ভিডিও নিজেদের টুইটারে শেয়ার করেছে ফিফা।
এদিকে টুইটারের ক্যাপশনে ফিফা লিখেছে, এটাই ফুটবলের শক্তি। মেসির গোলে বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের উল্লাস।