আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফেরা হলো না যুবকের

কুমিল্লার বুড়িচং উপজেলায় ধানখেত থেকে সাদেকুর রহমান (২৮) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নামতলা পূর্বপাড়ায় একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার হয় করা।
নিহত সাদেকুর চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের বাসিন্দা। তিনি বুড়িচংয়ের নামতলা গ্রামে আবুল বাশারের বাড়িতে লজিং থাকতেন।
স্থানীয়রা জানান, সাদেকুর আর্জেন্টিনার সমর্থক ছিলেন। শনিবার রাতে পাড়ার একটি বাড়িতে আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার ফুটবল খেলা দেখেন তিনি। পরে সেখান থেকে লজিং বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর সকালে বাড়ির পাশে ধানখেতে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ-উর-রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে খুনের মূল রহস্য উদ্ঘাটিত হবে।