খেলাধুলা

জয়ের পর ড্রেসিংরুমে মেসিদের বাঁধভাঙা উদযাপন

এবার ৩৬ বছরের শিরোপা খরা ঘোচাতে কাতারে পা রাখে আর্জেন্টিনা। সঙ্গে ছিল অধিনায়ক লিওনেল মেসির শেষ বিশ্বকাপে স্মরণীয় করে রাখার বাড়তি আগ্রহ। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর যেন পাল্টে যায় হিসাব-নিকাশ। ওই এক হারে যেন জাতীয় দুর্যোগ নেমে আসে আর্জেন্টিনায়। দেখা দেয় গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ার শঙ্কা।

তবে দ্বিতীয় ম্যাচেই রাজসিক প্রত্যাবর্তন ঘটে আর্জেন্টিনার। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে বিশ্বকাপে মেসিদের আশাও ভালোভাবেই বেঁচে থাকল। পরের ম্যাচে পোল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে দ্বিতীয় রাউন্ড। জয়ের পর ড্রেসিংরুমে উদযাপনে মেতে উঠেছিলেন আলবিসেলেস্তেরা।

ফুটবলার ও কোচিং স্টাফদের সম্মিলিত এই উদযাপনের মধ্যমণি ছিলেন লিওনেল মেসি। গত রাতে তার হাত ধরেই মেক্সিকো-বধ শুরু হয়েছিল। ২০২১ সালে ব্রাজিলে কোপা আমেরিকা জয়ের পর একটি গান গেয়ে নিজেদের লকার রুম মাতিয়ে রেখেছিল আর্জেন্টিনা দল।

গত রাতে মেক্সিকোর বিপক্ষে জয় পাওয়ার পর সেই গানই আবার ফিরে এসেছে লিওদের ড্রেসিংরুমে। সবাই গলা ছেড়ে গেয়েছেন, ‘আমরা আবার জেগে উঠেছি, আমাদের তৃতীয় আরেকটা জয় প্রয়োজন, আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই।’

এদিকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লডিও তাপিয়ার কণ্ঠেও দৃঢ়তার আভাস পাওয়া গেছে। টুইটারে দেওয়া এক টুইটে একরকম হুমকি দিয়েই তিনি লিখেছেন, ‘কোপা আমেরিকাজয়ী দলকে ছোট করে দেখবেন না। আমরা এখনো প্রতিযোগিতায় টিকে আছি। আর্জেন্টিনা এগিয়ে চলো।’

Back to top button