সিলেট

সিলেটে দুর্ঘটনার কবলে মোটরসাইকেল আরোহী, মোটর সাইকেল রেখে পালালেন চালক!

নিউজ ডেস্কঃ গ্রামের রাস্তা দিয়ে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল চালিয়ের যাওয়ার সময় সড়কের মোড়ে দুর্ঘটনার শিকার হন জনৈক ব্যক্তি। দুর্ঘটনাটি চোখে পড়ে স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করতে গেলে উঠে দৌঁড়ে পালান তিনি। তাকে পালাতে দেখে লোকজন বুঝতে পারেন- মোটরসাইকেলটি চুরি করে নিয়ে আসছিলেন ওই ব্যক্তি। তাই দুর্ঘটনার পরও মোটরসাইকেল ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যান।

ঘটনাটি শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারের পার্শ্ববর্তী গ্রাম নরসিংপুরের রাস্তায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনির স্থানীয়দের বরাত দিয়ে বলেন- শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নাজিরবাজার-জাফরাবাদ রাস্তা দিয়ে মাহিন্দ্র কোম্পানির একটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। নাজিরবাজারের পার্শ্ববর্তী নরসিংপুরের মোড়ে আসামাত্র মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন ওই ব্যক্তি। এ সময় স্থানীয়রা মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন মনে করে ‘ওই ব্যক্তিকে ধরুন’ বলে চিৎকার দিয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে মোটরসাইকেল চালক উঠে পড়িমরি করে দৌঁড়ে পালিয়ে যান।

এসময় মোটরসাইকেল চুরির বিষয়টি স্থানীয়দের কাছে ধরা পড়ে এবং ৭ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনিরকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি স্থানীয় একজনের বাড়িতে রাখেন।

বিষয়টি দক্ষিণ সুরমা থানাপুলিশকে অবগত করা হচ্ছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

Back to top button