বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় বিভিন্ন অপরাধে ২০ মোটরসাইকেল চালককে জরিমানা

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় হেলমেট, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাকেল চালানোর অপরাধে ২০ মোটরসাইকেল চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে বড়লেখা পৌরশহরের উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানে ট্রাফিক পুলিশ সহায়তা করে।

আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে হেলমেট, লাইসেন্স ও রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযানে নামেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি ২০ মোটরসাইকেল চালককে আটক করেন। পরে তাদের উপরোক্ত অপরাধে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০০ টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বড়লেখা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button