বড়লেখামৌলভীবাজার
বড়লেখা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এনাম, সম্পাদক অজয়
বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এনাম উদ্দিন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন অজয় দাস।
বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সূত্র জানায়, পৌর শহরের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮৭ জন ভোটারের মধ্যে ২৬৮ শিক্ষক ভোট দেন।
সভাপতি পদে এনাম উদ্দিন পেয়েছেন ১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফ হায়দার পেয়েছেন ১১৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে অজয় দাস পেয়েছেন ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহরাব হোসাইন পেয়েছেন ১১৯ ভোট।