খেলাধুলা

মেসিদের হারানো সৌদির ফুটবলাররা পাচ্ছেন রোলস রয়েস ফ্যান্টম

গতকাল আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস ভাঙা জয় উদযাপন করতে এরই মধ্যে সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে যারা নিয়ে এলেন এ জয়, তাদেরও উদযাপনের সুযোগ করে দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। দলের প্রত্যেককে রোলস রয়েস গাড়ি উপহার দেওয়া হবে বলে জানা গেছে। গতকাল আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপের প্রথম অঘটনটি উপহার দেয় সৌদি আরব। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা।

এর পরপরই বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কাছে জাতীয় ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই প্রস্তাবে বাদশাহ অনুমোদন দেন। ফলে সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, বিদ্যালয় আজ বন্ধ থাকছে। পরে সেই যুবরাজই আবার ঘোষণা দেন, আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামা প্রত্যেক ফুটবলারকে রোলস রয়েস ফ্যান্টম গাড়ি পুরস্কার দেওয়া হবে।

এদিকে সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে যায় দেশটিতে। এমনিতে ফুটবলপাগল দেশ সৌদি আরব। অবিস্মরণীয় এ জয়ের পর রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন হাজার হাজার লোক। আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা, জয়োল্লাসে বুঝিয়ে দিয়েছেন তারা। এদিকে ম্যাচ জেতার পর তার পুরো কৃতিত্ব দলের কোচ হার্ভে রেনার্ডকে দিয়েছেন ফুটবলাররা।

সৌদির মিডফিল্ডার আবদুল্লাহ আল-মালকি বলেছেন, ম্যাচ শুরুর আগে কোচ আমাদের সবাইকে ডেকে দেশের জন্য নিজেদের ২০০ শতাংশ উজাড় করে দিতে বলেছিলেন। আমরা কিভাবে এতটা পথ পাড়ি দিয়েছি, সে গল্প শুনিয়েছিলেন আমাদের। সে সব কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছিলাম আমরা। বাড়তি তাগিদ পেয়েছিলাম আসলেই কিছু করার জন্য।

গতকাল আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমার্ধে এক পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে সৌদি আরব। প্রথমার্ধটা এভাবেই পার হয়। বিরতিতে কোচের দেওয়া উৎসাহে দ্বিতীয়ার্ধে সৌদি আরব ফিরে আসে নতুন রসদ নিয়ে। খেলতে থাকে আক্রমণাত্মক মনোভাবে। পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল দলকে এগিয়ে নেন আলশেহরি ও আলদাওশারি। সেই সাথে একের পর এক মেসিদের ঠেকিয়ে দিয়ে গোলকিপার মোহাম্মদ আল ওয়াইস জানিয়ে দেন, আজ দিনটি আমাদের।

Back to top button