হবিগঞ্জ
হবিগঞ্জে দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু

হবিগঞ্জে রহস্যজনকভাবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে এ ঘটনাটি ঘটে। তবে চিকিৎসক শঙ্কা করছেন খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু ওই এলাকার ট্রাক্টরচালক আক্তার হোসেনের ছেলে আলী নূর (৪) ও মোবারক মিয়া (৩)।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাবার খেয়ে দুই ভাই ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে ওঠে দুই ভাই কুল ফল খায়। হঠাৎ করে তারা ‘ভূত ভূত’ চিৎকার করে বাইর থেকে দৌড়ে ঘরে ঢুকে মা-বাবাকে জড়িয় ধরে জ্ঞান হারিয়ে ফেলে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসকরা জানিয়েয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হতে পারে।