মৌলভীবাজার

মৌলভীবাজারে সন্ধ্যার পর চলবে বাস

নিউজ ডেস্ক- মৌলভীবাজারে আজ শনিবার (১৯ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ৫ দফা দাবিতে ডাকা এই ধর্মঘট শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়।

শনিবার সকাল থেকেই মৌলভীবাজার আন্ত:জেলা বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়া ঢাকাগামী কোনো বাস মৌলভীবাজার থেকে ছেড়ে যায়নি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধ, অটোরিকশার সামনে গ্রিল লাগানো, ব্যাটারি টমটমের অবৈধভাবে চলাচল বন্ধ, ট্রাক, লরি, পিকআপ, ক্যাভার্ডভ্যানে চাঁদাবাজি, পুলিশ হয়রানি বন্ধ এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

এদিকে ধর্মঘট ডাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতারা। তারা বলছেন, ধর্মঘট থাকায় শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে পথে পথে বাধা দিয়েও গণজোয়ার থামাতে পারেনি সরকার।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ রুপন দাবি করেছেন, ধর্মঘটের সঙ্গে বিএনপির মহাসমাবেশের কোনো সম্পর্ক নেই। ৫ দফা দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সড়ক নিরাপদ করতে যৌক্তিক দাবিতে ধর্মঘট পালন করছেন তারা।

Back to top button