বিনোদন

কাতারে উচ্চস্বরে গান শুনলে জরিমানা হবে গাড়ি চালকদের

নিউজ ডেস্ক- নানা সীমাবদ্ধতায় শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মদ্যপানে রয়েছে নিষেধাজ্ঞা। প্রেমিক-প্রেমিকা এক রুমে রাত যাপন করতে পারবেন না। রাতভর পার্টিতেও রয়েছে নিষেধাজ্ঞা। খোলামেলা পোশাকে যাওয়া যাবে না জনসম্মুখে। বিশ্বকাপের সময় গাড়ি চালকদের জন্যও সীমাবদ্ধতা দেয়া হয়েছে। গাড়ি চালানোর সময় উচ্চস্বরে গান শুনতে নিষেধ করা হয়েছে চালকদের। দোষী সাব্যস্ত হওয়া সাপেক্ষে রয়েছে জরিমানার ব্যবস্থা।

মদ বহন করা, কাপলদের ‘নাইট স্টে’ কিংবা খোলামেলা পোশাকের মতো ধর্মীয় কারণে গান শুনতে অনুৎসাহিত করা হয়নি গাড়ি চালকদের; বরং নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক গাড়ির প্রতিষ্ঠান লোটাস কার রেন্টাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইন অমান্য করে উচ্চস্বরে গান শুনলে গাড়ি চালকদের ৫ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে।

বাংলাদেশি মুদ্রায় যা ৬ লক্ষ টাকারও বেশি।

লোটাস কার রেন্টালের প্রধান নির্বাহী আলেক্সান্ডার হেরাল্ডসন বলেন, ‘গাড়ি চালানোর সময় যখন উচ্চস্বরে আপনার পছন্দের ইংলিশ গানটি শুনবেন তখন রাস্তায় পুরোপুরি মনোযোগ দিতে পারবেন না। (গান বন্ধ করে) ড্রাইভিংয়ে মনোযোগি হয়ে আপনি বড় দুর্ঘটনা এবং মোটা অংকের আর্থিক জরিমানা এড়াতে পারেন।’

আলেক্সাজান্ডার হেরাল্ডসন জানিয়েছেন, উচ্চস্বরে গান শুনলেই জরিমানা হবে না। সেই শব্দে যদি অন্যান্য গাড়ির স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় তবেই পুলিশের জেরার মুখে পড়তে হবে। লোটাস কার রেন্টালের সিইও হেরাল্ডসন বলেন, ‘উচ্চস্বরে গান শুনলেই পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে না। তবে আপনার গানের শব্দে যদি অন্যান্য গাড়ির হর্ন বা অ্যাম্বুলেন্সের সাইরেন না শোনা যায়, তবেই জরিমানা হতে পারে।’

Back to top button