হবিগঞ্জ

হবিগঞ্জে অবাধ্য পুত্রকে পুলিশে দিলেন পিতা ও প্রতিবেশীরা

নিউজ ডেস্কঃ লাখাইয়ে পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানা পুলিশের কাছে পুত্রকে তুলে দিলেন পিতা ও তার মহল্লার লোকজন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বিলাত আলী তার পুত্র জীবন মিয়া কর্তৃক দীর্ঘদিন যাবৎ মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। এমনকি জীবন মিয়ার প্রতিবেশীরাও তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েন।

এরই এক পর্যায়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিলাত আলী ও প্রতিবেশীরা জীবন মিয়াকে আটক করে থানা পুলিশে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুল হাসান খান বৃহস্পতিবার দিবাগত রাতে মহল্লাবাসী কর্তৃক আটককৃত মো. জীবন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে শুক্রবার (১৮নভেম্বর) তাকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এন মিয়া।

Back to top button