সারাদেশ

ফুটবল ভক্তের ব্যতিক্রমী কাণ্ড, সৌদি পতাকার রঙে রাঙালেন নিজের বাড়ি

এবার ভিন্নধর্মী এক ফুটবল প্রেমির দেখা মিললো লক্ষ্মীপুরে। সৌদি আরবকে ভালোবেসে নিজের টিনশেড বাড়িটিকে সৌদি আরবের পতাকার রঙ্গে রাঙ্গিয়ে দিলেন এক ফুটবল ভক্ত। আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের ভিড়ে ব্যতিক্রম এই সমর্থক নজর কাড়ছেন সবার।

লক্ষীপুরের সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে দেখা মিলবে সেই বাড়িটির। টিনশেড বাড়িটিকে সৌদি আরবের পতাকার রঙ দিয়ে সাজিয়ে ব্যতিক্রমী এক আয়োজন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই ভক্ত। সবুজ এবং সাদা রঙে রাঙানো বাড়িটি বিশেষভাবে পরিচিতি পেয়েছে স্থানীয়দের কাছে।

ব্যতিক্রম ওই বাড়িটি দেখতে অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন। কেউ কেউ আবার বেশ উৎসাহের সাথেই তুলছেন সেলফিও।

সেই সৌদি ভক্তের অভিমত, সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে দাঁড়ায়, প্রিয় নবির জন্মভূমিও সেখানেই। তাই দেশটির প্রতি ভালোবাসাটা একটু বেশিই তার।

২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। এর আগেই দেশজুড়ে ছড়িয়ে গেছে বিশ্বকাপের আমেজ। ফুটবলপ্রেমিদের চোখ এখন কাতারের দিকে।

Back to top button