সাগরপথে ইউরোপ, অভিবাসন প্রত্যাশীদের রিসিভ করছে না ইতালী, সমালোচনায় ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্কঃ সাগরপথে ইউরোপে পাড়ি জমানো অভিবাসীদের জন্য কঠোর হচ্ছে ইতালীয় বর্তমান সরকার। ইতিমধ্যে তার প্রতিফলন দেখাচ্ছে তারা। সাগর থেকে উদ্ধারকৃতদের বহনকারি জাহাজকে ইতালীয় এলাকায় নোঙ্গর ফেলতে দিচ্ছে না তারা। এব্যাপারে ইতালীর কঠোর সমালোচনা করেছেন ফ্রান্স সরকার।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বলেছেন, ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের ফিরিয়ে দেওয়া অব্যাহত রাখলে ইতালিকে এর পরিণতি ভোগ করতে হবে। রোমের নতুন সরকার গত মাসে ইতালীয় বন্দরে প্রবেশ করা থেকে ওশান ভাইকিং জাহাজকে নিষিদ্ধ করে। জাহাজটি সমুদ্র থেকে উদ্ধার করা দুইশতো চৌত্রিশ জন অভিবাসী বহন করছিল।
লো প্যারিসিয়েন সংবাদপত্রের সঙ্গে একটি সাক্ষাৎকারে কোলোনা এই আচরণকে ‘মারাত্মক হতাশা’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘সিদ্ধান্তটি হতবাক করার মতো’।
সুদান, ইরিত্রিয়া ও সিরিয়া থেকে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিল। মাঝ সমুদ্রে তাদের নৌকা থেকে উদ্ধার করে একটি এনজিওর জাহাজ।
দুইশতো চৌত্রিশ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে জাহাজটি প্রথমে ইতালির বন্দরে নোঙর করার চেষ্টা করে; কিন্তু ইতালি স্পষ্ট জানিয়ে দেয়, তাদের পক্ষে এই অভিবাসনপ্রত্যাশীদের জায়গা দেওয়া সম্ভব নয়। তাদেরকে ইতালিতে নামতেই দেওয়া হয়নি।
জাহাজটি সেখান থেকে ফ্রান্সের বন্দরে এসে পৌঁছয়। মঙ্গলবার ফ্রান্স জানিয়েছে, জাহাজে সব মিলিয়ে দুইশতো চৌত্রিশ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছে। অভিবাসন প্রত্যাশার যথেষ্ট কারণ দেখাতে না পারায় এর মধ্যে চুয়াল্লিশ জনকে নামতে দেওয়া হবে না। তাদের আশ্রয়ের কোনো প্রয়োজন নেই। এই ৪৪ জনকে তাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হবে বলে ফ্রান্স জানিয়েছে।
এদিকে বাকিদের ক্ষেত্রে কী হবে তা স্পষ্ট করে জানানো হয়নি। সকলেরই কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফরাসি প্রশাসন। অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে চুয়াল্লিশ জন শিশুও আছে। তাদের নিয়ে কী করা হবে, তাও এখনো জানানো হয়নি। তবে আরো অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ফরাসি প্রশাসন।
ইতালি বলেছে, ভূমধ্যসাগর পার করে যে আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে ঢুকতে চায়, তাদের একটি বড় অংশ প্রথমে ইতালিতে পৌঁছয়। কারণ সমুদ্র পার করে ইতালিতে পৌঁছনো তাদের পক্ষে সুবিধাজনক। এ কারণেই ইতালিতে সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী আছে বলে তাদের দাবি। ইতালি এই চাপ আর নিতে পারছে না বলেও একাধিকবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।