জুড়ীমৌলভীবাজার

জুড়ী ফুলতলা ইউনিয়নে নৌকার মনোনয়ন চান বর্তমান চেয়ারম্যান, তার সাবেক স্ত্রী ও ভাতিজা

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা চেয়ে স্বামী-স্ত্রী-ভাতিজাসহ ১১ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) রাতে দলীয় কার্যালয়ে জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতির নিকট প্রার্থীরা নৌকা প্রতীক চেয়ে জীবনবৃত্তান্ত জমা দেন। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৯ ডিসেম্বরের নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন নৌকা প্রত্যাশীর মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উনার সদ্য তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শিরিন আক্তার ও মাসুক আহমদ-এর ভাতিজা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম জাকারিয়া পিয়াল। গত কিছুদিন পূর্বে মাসুক আহমদ-এর দ্বিতীয় স্ত্রী শিরিন আক্তার মৌলভীবাজার আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবী করে অত্যাচার-নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন এবং স্বামীকে তালাক দিয়ে খোরপোশ ও দেনমোহর দাবি করেন। এ ঘটনায় পরস্পরের বিরুদ্ধে একাধিক সংবাদ সম্মেলেন করেছেন। গত সপ্তাহে আদালতের মধ্যস্থতায় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়। এমতাবস্থায় সদ্য সাবেক স্বামী মাসুক আহমদ-এর প্রতিপক্ষ হয়ে শিরিন আক্তারের দলীয় মনোনয়ন চাওয়ায় ফুলতলা ইউনিয়নসহ পুরো উপজেলা জুড়ে এমনকি প্রবাসীদের মধ্যেও তোলপাড় চলছে। মুখরোচক নানা আলোচনা-সমালোচনা লোক মুখে ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, শিরিন আক্তার এখন আর আমার স্ত্রী নই। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। তাছাড়া উনিসহ যে কেহ নৌকা চাইতে পারেন।

উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শিরিন আক্তার বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। ছাত্রলীগ, যুবলীগ করে আওয়ামী লীগ করছি। ফুলতলার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। তাদের সাথে আমার যোগাযোগ আছে। রাজনীতিতে আমার অবদান আছে। আমি দলের কর্মী হিসেবে নৌকার দাবিদার। আমি একজন মহিলা। আমাদের প্রধানমন্ত্রীও মহিলা। আমার বিশ্বাস আমি নৌকা পাবো এবং নির্বাচন করবো।

Back to top button