বড়লেখায় নিজ শয়নকক্ষের ফ্যানের সাথে ঝুলছিল কিশোরের লাশ
বড়লেখা প্রতিনিধি-মৌলভীবাজারের বড়লেখায় নিজ শয়নকক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম রহিম আহমদ (১৪) । সে বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বর্ণি ইউনিয়নের দৌড়বাজার ( পশ্চিম বর্ণি) গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত কিশোর রহিম উত্তর বর্ণি গ্রামের নানা বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ালেখা করতো। তার বাবা-মা নেই। সে প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় অতিবাহিত হলেও ঘুম থেকে না ওঠায় তার খালা (রহিমের) শয়নকক্ষের জানালা খুলে দেখেন, ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে রহিম ঝুলছে। পরে থানায় খবর দিলে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করেন।এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ‘লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ‘