বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে অর্ধশত বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার থানায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে উপজেলা ও পৌর বিএনপির প্রচারপত্র বিতরনকালে ছাত্রলীগের ধাওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। এ সময় একটি প্রাইভেট কারের গ্লাস ভাংচুর করে বিক্ষুব্দরা। ওই কারের চালক মো. হাফিজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে পুলিশ জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই যীশু দত্ত জানান, গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ৪০-৫০জনকে আসামী করে মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আগামী ১৯ নভেম্বর বিএনপি’র সিলেট গণ সমাবেশকে সামনের রেখে বিয়ানীবাজার পৌরশহরে বিএনপি ও ছাত্রদল প্রচার মিছিল বের করলে দফায় দফায় ধাওয়া করে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌরশহরের দক্ষিণবাজারে এ ঘটনা ঘটে। এ সময় তারা বিএনপি’র নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পৌরশহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতংক ছড়িয় পড়ে।

Back to top button