সাব্বিরকে নেয়নি কোনো দল, বিসিএলে কে খেলবেন কোথায়

কাতারে ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠার দিনই দেশে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আগামী ২০ নভেম্বর থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্ট।
এতে অংশ নেবে চারটি দল – বিসিবি সাউথ জোন, বিসিবি নর্থ জোন, সেন্ট্রাল জোন ও ইস্ট জোন।
টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।
যেখানে চার দল তাদের স্কোয়াড চূড়ান্ত করেছে। সেখানে দেখা গেছে, জাতীয় দলের সব তারকা দল পেলেও পাননি সাব্বির রহমান রুম্মন।
গত নিউজিল্যান্ড সফর ব্যর্থ হওয়ার পর শুরুতে স্কোয়াডে রাখলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ে দেশে ফেরেন সাব্বির।
বিসিএল, এনসিএল, বিপিএলে পারফর্ম করে ফের জাতীয় দলে ফেরার প্রত্যয়ে অনুশীলন চালিয়ে যেতে থাকেন এ ব্যাটার।
কিন্তু আপাতত কপাল মন্দ তার। চার দলের স্কোয়াডের কোনোটিতেই ঠাঁই হয়নি তার।
২০ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ফাইনাল ছাড়া সবকটি ম্যাচই বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। যেখানে দিবা রাত্রির ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা গ্রাউন্ডে।
ড্রাফট শেষে চার দলের স্কোয়াড:
বিসিবি সাউথ জোন- এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, নাসির হোসাইন, কামরুল ইসলাম রাব্বি, তানজিম হাসান সাকিব, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি ও রিশাদ হাসান।
সেন্ট্রাল জোন- মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, হাসান মুরাদ, রবিউল হক, হাসান মাহমুদ , নাহিদুল ইসলাম, মুমিনুল হক, আবদুল মজিদ, সুমন খান, জাকের আলি অনিক, সালমান হোসাইন, তাইজুল ইসলাম ও মুশফিক হাসান।
ইসলামী ব্যাংক ইস্ট জোন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রেজাউর রহমান, এবাদত হোসেন, আশিকুর রহমান, প্রিতম কুমার, মাহমুদুল হাসান জয়, রুবেল হোসাইন, নাবিল সামাদ ও শরিফুল্লাহ।
বিসিবি নর্থ জোন- মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, আকবর আলী, রাকিবুল হাসান, সাইফ হাসান, ফজলে মাহমুদ, শাহাদাত হোসাইন, শামিম হোসাইন, তানজিদ হাসান, শফিকুল ইসলাম, রিপন মণ্ডল ও নাঈম হাসান।